অবশেষে জোভান-সাবিলার ‘পলায়ন বিদ্যা’

নাটকের দৃশ্যে জোভান ও সাবিলা। ছবি সংগৃহীত২০১৬ সালের প্রথমদিকে নির্মিত হয়েছিল ফারহান আহমেদ জোভান ও সাবিলা নূর অভিনীত ফিকশন ‘পলায়ন বিদ্যা’। একটি মেয়ের বিয়ের আসর থেকে পালিয়ে আসার গল্প এটি। অবশেষে পর্দায় দেখা গেল ‘পলায়ন বিদ্যা’।

রবিবার (১৯ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্যটি অবমুক্ত করা হয়েছে।

ইফতেখার আহমেদ ওশিনের রচনা ও পরিচালনায় ছোট পরিসরের নির্মাণের শুরুটা হয় সাবিলা নূরের বিয়ের রাত থেকে। বাসা ভর্তি মানুষ, এর ফাঁকেই সাবিলা বউয়ের সাজেই বেরিয়ে পড়েন রাস্তায়। কারণ নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছেন প্রেমিক জোভান। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর জার্নি। যদিও সেই জার্নি মাঝপথে থমকে যায়, রাতের আঁধারে গল্প নতুন মোড়ের দিকে এগুতে থাকে।

কাজটি প্রসঙ্গে সাবিলা বলেন, ‘কাজটি করতে গিয়ে মনে হলো চরিত্রটি একেবারে আমার কথা ভেবেই তৈরি হয়েছে। ঘর পালানোর মধ্যে যে রোমাঞ্চকর অনুভূতি আছে সেটি এই কাজটির মাধ্যমে আগাম জেনে রাখলাম!’নাটকের দৃশ্যে জোভান -সাবিলা

এদিকে জোভান বলেন, ‘সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। আর সাবিলার সঙ্গে কাজ করার একটা মজাও আছে। ছবিটি দেখুন, গল্প বলে মজা নষ্ট করতে চাই না।’

দেখুন ‘পলায়ন বিদ্যা’: