সেরাকণ্ঠে চার গীতিকবির গান

 

বিচারক শিল্পী ও গীতিকবিরা। ছবি- সংগৃহীতচ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭-এ এবার একসঙ্গে থাকছেন দেশের অন্যতম চার গীতিকবি। মূলত তাদের গান দিয়ে সাজানো হয়েছে একটি পর্ব। এখানে চার গীতিকবির আটটি গান গাইবেন আয়োজনের প্রতিযোগীরা।
গীতিকবিরা হলেন- লিটন অধিকারী রিন্টু, কবির বকুল, জুলফিকার রাসেল ও আসিফ ইকবাল। তাদের লেখা গানগুলো হলো- যায় কি ছেড়া বুকের পাজোড় (কণ্ঠ- স্মিতা), পাগল তোর জন্য পাগল (কণ্ঠ- ফাতেমা), সুখ ছাড়া দুঃখ (কণ্ঠ- জনি), তুমি এলে পায়ে পায়ে (কণ্ঠ- ঐশী), জন্মিলে মরিতে হবে (কণ্ঠ- সুমনা), কিছুই নাকি দেইনি তোমায় (কণ্ঠ- স্বপন), এ আমার দুঃখ, আর কারও নয় (কণ্ঠ- আদিবা) ও যায় দিন একাকী (কণ্ঠ- তারিক)।


প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে আছেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মূখার্জি। উপস্থাপনায় মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনায় আছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে ২০ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচার হবে।