ফিরছেন বেবী, ব্যস্ত হবেন রেকর্ডিংয়ে

বেবী নাজনীনদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আজকাল দেশেই পাওয়া যায় না। ব্যক্তিগত এবং স্টেজ শোর কারণে বছরের সিংহমাসই থাকেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যজুড়ে।
তবে দূর আমেরিকা থেকে হঠাৎ ঢাকায় খবর পাঠালেন তিনি। জানালেন, গত কয়েক মাসের আমেরিকা, কানাডা এবং দুবাই সফর শেষে কাল, ২৬ নভেম্বর ঢাকায় পা রাখছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টায় অ্যামিরেটস-এর একটি ফ্লাইটে আমেরিকা থেকে দেশে আসছেন বেবী। ঢাকায় ফিরেই অংশ নেবেন অল কমিউনিটি ক্লাবের একটি কনসার্টে। এটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। এছাড়া আগামী মাসে উত্তরবঙ্গের কয়েকটি জেলা শহরের বিশেষ কিছু অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
তবে এসব নিয়মিত অনুষ্ঠানের বাইরে এবার বেবী নাজনীন মন বসাবেন তার অসমাপ্ত নতুন অ্যালবামের কাজে। এটি হবে তার ৫১তম একক অ্যালবাম। সঙ্গীতার ব্যানারে নির্মিত এই অ্যালবামের কাজ শেষ করাই তার এবারের সফরের প্রধান লক্ষ্য, এমনটাই জানান বেবী।
এছাড়া সাউন্ডটেক থেকে তার একটি সিঙ্গেল ট্র্যাক প্রকাশ পাবে নতুন বছরের শুরুতে। এর বাইরে জি-সিরিজের ব্যানারেও একটি একক অ্যালবামের রেকর্ডিং করার কথা রয়েছে তার।
রেকর্ডিংয়ের কাজ শেষ করে জানুয়ারির শেষ সপ্তাহে বেবী নাজনীন ফের উড়াল দেবেন অস্ট্রেলিয়া এবং দুবাইয়ের দুটি অনুষ্ঠানে।