ইউটিউবে একসঙ্গে অবসকিওরের ৮ গান

ব্যান্ড অবসকিওর। ছবি- সংগৃহীতএকসঙ্গে ৮টি গান নিয়ে হাজির হয়েছে ব্যান্ড অবসকিওর। অন্তর্জাল দুনিয়ায় প্রকাশিত হয়েছে তাদের নতুন অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’।
বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর অ্যালবামটির এ গানগুলো তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করেছে। এছাড়াও স্পটিফাই, আইটিউনস, সাভন ও গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্লাটফর্মে এগুলো পাওয়া যাচ্ছে। ব্যান্ডটি জানায়, এটি তাদের ১২তম অ্যালবাম।

এর গানগুলো হলো- হয়তো তোমায়, স্টপ জোনোসাইড, সুচিত্রা সেন, জানি কি জানো না, তুমি ঠিক চলে এসো, বড় একাকী, কৃষ্ণকলি ও আলতাফ।

বরবারের মতো এবারও লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদ।

অবসকিওরের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বলেন, ‘‘স্টপ জেনোসাইড’ গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে অবসকিওরের প্রতিবাদ। যথারীতি এতে অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানের সম্ভারও আছে।।’’

অ্যালবামের গান ও লিংক-

হয়তো তোমায়:

স্টপ জোনোসাইড:

সুচিত্রা সেন:

জানি কি জানো না:

তুমি ঠিক চলে এসো:

বড় একাকী:

কৃষ্ণকলি:

 আলতাফ: