উচ্চাঙ্গ সংগীত উৎসব: নিবন্ধন শুরু ১৮ ডিসেম্বর

 

বক্তব্য রাখছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। ছবি- সংগৃহীতনানা ঝক্কি পেরিয়ে আবার শুরু হচ্ছে ‌‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’। আগেই জানা গিয়েছিল অনুষ্ঠানের স্থান, আবাহনী মাঠ। এবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানালো আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। 
পাঁচ দিনব্যাপী এ উৎসব শুরু হবে ২৬ ডিসেম্বর (মঙ্গলবার)। পর্দা নামবে ৩০ ডিসেম্বর (শনিবার)। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত উৎসব চলবে। আর এতে অংশ নিতে চাইলে নিবন্ধন করতে হবে। এটি শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, পরিচালক নুভা নাহিদ চৌধুরী, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমিউনিকেশনস জারা জাবীন মাহবুব।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে শেষ পর্যন্ত উৎসব হতে যাচ্ছে। আমরা খুব আনন্দিত। ধন্যবাদ যারা আমাদের ভালোবেসেছেন, পাশে ছিলেন।’

এবারের আয়োজনে অংশ নেবেন বিশ্বের নানা দেশের শাস্ত্রীয় সংগীতের মহারথীরা। আসছেন পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজ, ওডিশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্র, গ্র্যামি বিজয়ী পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, বিদুষী কালা রামনাথ, গ্র্যামিজয়ী পদ্মভূষণ বিদ্বান ভিক্কু বিনায়করামসহ অনেকে। পাশাপাশি থাকবে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা।
নিবন্ধন করার ঠিকানা: http://bengalclassicalmusicfest.com/সংবাদ সম্মেলনের চিত্র। ছবি- সংগৃহীত