পুনর্নির্মিত হলো জ্যাকসনের গান

মাইকেল জ্যাকসন। ছবি- সংগৃহীতপপ কিং প্রয়াত মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ আবার নির্মাণ করা হয়েছে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া মূল মিউজিক ভিডিওর ফুটেজই নতুন সংস্করণের গানটিতে ব্যবহার করা হয়েছে।
গানটিতে সার্কি দু সোলে নির্মিত ‘মাইকেল জ্যাকসন ওয়ান’ ভিডিও থেকেও ফুটেজ ব্যবহার করা হয়েছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম রোলিংস্টোন ডটকমের খবর এ তথ্য জানানো হয়।
জ্যাকসন ইস্টেটের একজন প্রতিনিধি জানান, জ্যাকসনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটির একটি উপস্থাপনা দেখার পরই গানটির নতুন সংস্করণ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ইস্টেট উপস্থাপনাটিতে দারুণ অনুপ্রাণিত হয়েছে।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ নামে একটি রিমিক্স অ্যালবামের গান এটি। হ্যালুইন থিমে প্রকাশিত গাওয়া গানটি ‘স্ক্রিম’ নামে প্রকাশিত অ্যালবামে সে বছরের ২৯ সেপ্টেম্বর মুক্তি পায়।
সূত্র – জি-নিউজ।