সহকর্মী থেকে অপূর্বর স্ত্রী খোঁজার গল্প

রাহাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ  করেন। মা তার জন্য হন্যে হয়ে ছেলের বৌ খুঁজছেন। কিন্তু মনের মতো পাচ্ছেন না। রাহাতের কোথাও পছন্দ আছে কিনা জানতে চান। উত্তরে ছেলে জানান- তার কোনও পছন্দ নেই। মা জানতে পারেন ছেলের অফিসে অনেক মেয়ে কলিগ আছে এবং তাদের কেউ রাহাতকে পছন্দ করলেও করতে পারে!
নাটকের একটি দৃশ্যে তিন সহকর্মীর সঙ্গে অপূর্বমা রাহাতকে বলে তার পছন্দের (ভাল সম্পর্কে আছে এমন) তিনজন কলিগকে আলাদা আলাদাভাবে বাসায় নিমন্ত্রণ জানাতে। তারা একে একে রাহাতের বাসায় নিমন্ত্রণে আসে কিছুই না জেনে। মা তাদের সঙ্গে সময় কাটান। কথায় কথায় এটা ওটা জেনে নেন তাদের কাছে।  
মা বিভিন্ন দিক পর্যালোচনা করে যুক্তি দিয়ে ছেলেকে বুঝিয়ে দেয় কোন মেয়েটা তার সবচেয়ে পছন্দ। মামুন মায়ের যুক্তি মেনে নেয়। পরদিন রাহাত এক সহকর্মীকে জানান তার মায়ের কথা। শুরু হয় নতুন গল্প।
সদ্য নির্মিত ‘কোন আলো লাগলো চোখে’র গল্প এভাবেই চলে। আবু জাহেদ চৌধুরীর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন রুম্মান রশীদ খান। আর এটি পরিচালনা করেছেন তপু খান।
এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর ও ছেলের চরিত্রে অপূর্ব। আরও অভিনয় করেছেন সালহা নাদিয়া, জারা মিতু, কাজল সূবর্ণা, আযাদ, ফিরোজ বাদশাহ, নাজমুলসহ অনেকেই।
আবু জাহেদ চৌধুরী ও আলো চৌধুরীর প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজক সাব্বির  চৌধুরী। এটি শিগগিরই প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।