ওয়ারফেইজকে বিদায় জানালেন কমল

আশির দশক থেকে হেভি মেটাল মিউজিকের সঙ্গে যুক্ত দেশের অন্যতম গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। ১৯৮৪ সাল থেকে ব্যান্ড ওয়ারফেইজের গিটার কাঁধে নিয়ে দীর্ঘ পথ চলা তার। এ শিল্পী এবার ব্যান্ড থেকে বিদায়ের ঘোষণা দিলেন। কারণ হিসেবে জানালেন, ইনজুরি।
বামে কমল, ডানে টিম ওয়ারফেইজ (ফাইল ছবি)২০ ডিসেম্বর এ শিল্পী তার ফেসবুক ফ্যান পেজে এক স্ট্যাটাসে বলেন, ‘৮০ দশক থেকে আপনারা আমাকে চেনেন। এটাও জানেন, যারা হেভি মেটাল গান করেন তাদের এক্সট্রিম শারীরিক ফিটনেস দরকার হয়। অ্যাথলেটরা ইনজুরিতে পড়লে যেমন তাদের পর্যাপ্ত চিকিৎসা ও বিশ্রাম নিতে হয়, হেভি মেটালে যারা গান করেন তাদের অবস্থা একই রকম। ২০১০ সালে আমি গুরুতর ইনজুরিতে আক্রান্ত হই। যা এখনও আছে। চিকিৎসকরা আমাকে পুরো বিশ্রামে থাকতে বলেছেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে হয়তো সম্ভব না। শুধু বলতে চাই, আমি বিদায় নিচ্ছি।’
জানা যায়, কমলের এই বিদায়ে ওয়ারফেইজ দলে পরিবর্তন আসছে। তার জায়গায় বাজাবেন সামির দাস।
এদিকে, ওয়ারফেইজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা ধরে নিচ্ছি আপাতত বিদায়। তিনি সরাসারি কনসার্টগুলোতে থাকবেন না। এটা হয়তো আপাতত সম্ভব নয়। কিন্তু ব্যান্ডের সঙ্গে কমল সবসময়ই সম্পৃক্ত থাকবেন।’
ওয়ারফেজ ব্যান্ডের নতুন লাইনআপ:
শামস (কিবোর্ড), পলাশ নূর (লিড ভোকাল), সামির দাস (লিড গিটার), নাইম হক রজার (বেজ গিটার), সামির হাফিজ (গিটার) ও শেখ মনিরুল আলম টিপু (ড্রামস)।