ইউনিয়ন পর্যায়ে শিল্পকলা একাডেমি চালু

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ছবি সংগৃহীতশিল্প-সংস্কৃতি চর্চার অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবার চালু হচ্ছে ইউনিয়ন পর্যায়ে।
ঢাকার নবাবগঞ্জ বারুয়াখালী ইউনিয়ন শিল্পকলা একাডেমি উদ্বোধনের মধ্য দিয়ে নতুন এ যাত্রা শুরু হলো একাডেমির।
আজ ২৩ ডিসেম্বর থেকে এটি চালু হয়েছে বলে জানায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, এর আগে উপজেলা পর্যায়ে একাডেমি কার্যালয় ছিল। নিজেদের কাজ আরও বিস্তৃত করতে ও মানুষের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, আজ দিনের নানা পর্যায়ের আলোচনা পর্ব শেষে সন্ধ্যায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এগুলো পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।