মালয়েশিয়ায় নির্মাতা অনন্য মামুন আটক

 

অনন্য মামুন। ছবি সংগৃহীতসাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। একটি সূত্র জানায়, তাকে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কুয়ালালামপুরে উইজমা এমসিএ কনফারেন্স সেন্টারে সিনেমাটিক বাংলাদেশি নাইটস নামের কনসার্টে অংশ নিতে মামুনের আয়োজনে বাংলাদেশ থেকে ৪৮ জনের একটি দল দেশটিতে গিয়েছে। গত ২৩ ডিসেম্বর তারা অনুষ্ঠানে অংশ নেন। এরপর কুয়ালালামপুরের এয়ারপোর্টে কয়েকজনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর মধ্যরাতে অনন্য মামুনকে হোটেল থেকে আটক করা হয়।

বাংলাদেশি নাইটস-এ অংশ নেন আসিফ, আঁখি আলমগীর, চিরকুট, ইমন, নীরব, আনিকা কবির শখ, মিষ্টি জান্নাতসহ বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস।
এদিকে বিষয়টি নিয়ে ইন্টারনেটের মাধ্যমে চিত্রনায়ক ইমনকে ফোন দেওয়া হয়। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আসলে কী- আমরা কেউই নিশ্চিত নই! তবে মামুন এখন আমাদের সঙ্গে নেই।’

নেটের সমস্যার করণে এর চেয়ে বেশি তথ্য তার কাছে পাওয়া যায়নি। তবে জানা যায়, মামুন এখন পুলিশ হেফাজতেই আছেন।