বছরের প্রথম দিন থেকে ‘ঘরে বাইরে’

নতুন বছরের প্রথম দিন থেকে নতুন একটি বিশেষ ধারাবাহিক নাটক প্রচার করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন।
মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নাটকটির নাম ‘ঘরে বাইরে’। যা প্রচার হবে আগামী জানুয়ারির প্রথম দিন থেকে প্রতি রবি ও সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ অনেকে।
ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান- নানারকম সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে যায় মানুষের জীবন। কখনও কখনও চেনা যায় না সত্যিকারের কাছের মানুষটিকে। সকলেরই আকাঙ্ক্ষা একটি সুন্দর পারিবারিক ও সামাজিক জীবন। ঘরে-বাইরে বহুমুখী সমস্যার মধ্যেও মানুষ ভালোবাসে, নতুন স্বপ্নে জেগে ওঠে। খুঁজে বেড়ায় সুখের ঠিকানা।
চারপাশে ছড়িয়ে থাকা এমন হাজারো মানুষ ও পরিবারের মতো একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘরে বাইরে’।