তারা ভদ্র পাড়ার বাসিন্দা!



চঞ্চল চৌধুরী ও শাহুনাজ খুশি। ছবি- ফেসবুকঅন্যরকম একটি গ্রাম, যেখানে সবাই সুবোধ প্রকৃতির। শুধু একজন ছাড়া, চঞ্চল চৌধুরী। চুরিই তার পেশা। এ গ্রামেই আছে তার কয়েকজন আত্মীয়-স্বজন।
তারা চুরিতে যুক্ত না হলেও এর প্রভাব পড়ে তাদের ওপর। চোর আর গ্রামের মানুষদের নিয়ে উঠে এসেছে গল্পটি। আর এভাবেই নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক ‍নাটক ‘ভদ্র পাড়া’।
বৃন্দাবন দাসের রচনায় সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, আরফান আহমেদসহ অনেকে।
পরিচালক সকাল আহমেদ বলেন, ‘মজার ধারাবাহিকটির কাজ এখনও চলছে। বেশ কয়েকদিন ধরেই পূবাইলে এটি নির্মিত হচ্ছে। ধারাবাহিকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।’