রেডিও’র নাটক এবার টেলিভিশনে

একটি দৃশ্যে অনি ও শিমুনাট্যাচার্য সেলিম আল দীনের প্রথম রেডিও নাটক ‌‘বিপরীত তমসায়’। বরেণ্য এ মানুষটির মৃত্যুবার্ষিকী (১৪ জানুয়ারি) স্মরণে এটি এবার টিভি পর্দায় আসছে। ইতোমধ্যে এর নির্মাণ কাজও শেষ। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু।
নাটকটির চিত্রনাট্য করেছেন শুভাশিস সিনহা। পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অপর কেন্দ্রীয় চরিত্রে আছেন ওমর আয়াজ অনি।
পরিচালক হাসান রেজাউল বলেন, ‘মৃত্যুবার্ষিকীতে স্যারকে স্মরণ করতেই এটি নির্মাণ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই এ নাটকের মূল উপজীব্য।’
নাটকে দেখা যাবে, সংসারের কঠিন সময় পার করছে নাদিরা ও সীদি। প্রথম দেখায় সৌন্দর্যে অভিভূত হয়ে কলেজ জীবনেই প্রেম, তারপর  বিয়ে  করেন তারা। হঠাৎ করেই জ্বর থেকে মুখে অদ্ভুত কালো কালো দাগ হয় সীদির। সৌন্দর্যের এই অবক্ষয় মানসিকভাবে মেনে নিতে পারে না সে। এই রোগের ফলে সীদি অনেকটা ভেঙ্গে পড়ে।

স্ত্রী নাদিরার নানা  সময়ে পার্লারে সাজগোজ, শপিংয়ে যাওয়া দেখে ঈর্ষান্বিত হয় সীদি। শুরু হয় তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব।
এতে নাদিরা শিমু ও সীদি হয়েছেন অনি। নাটকটি আগামী ১২ জানুয়ারি রাত ৯টায় এনটিভিতে  প্রচার হবে।