নোয়াখালীর মেয়ে ঐশী, কণ্ঠেও এবার...

ফাতিমা তুয্ যাহ্‌রা ঐশী/ ছবি: সংগৃহীতফোক-রক ঘরানার তরুণ কণ্ঠশিল্পী ফাতিমা তুয্ যাহ্‌রা ঐশী। যার জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালী অঞ্চলের মাইজদীতে।
ঢাকায় এসে চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়ার পাশাপাশি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সচরাচর ফোক ঘরানার গান করলেও এ পর্যন্ত নিজ অঞ্চলের ভাষায় গান গাওয়া হয়নি তার।
১১ জানুয়ারি সেই অপূর্ণতা কেটে গেল। প্রথম কণ্ঠে তুললেন নোয়াখালীর ভাষায় তৈরি একটি বিশেষ গান।
উচ্ছ্বসিত ঐশী জানান, উত্তম আকাশের ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যার মাধ্যমে নিজের আঞ্চলিক ভাষায় প্রথম কোনও মৌলিক গানে কণ্ঠ দিলেন।
এরই মধ্যে রেকর্ড হওয়া এই গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে ঐশীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত।
ঐশী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নোয়াখালী অঞ্চলের মূল শহর মাইজদীতে আমার জন্ম, বেড়ে ওঠা। স্বাভাবিক, নিজ অঞ্চলের ভাষার প্রতি অন্য রকম টান রয়েছে। সেই ভাষায় কোনও সিনেমার জন্য গাওয়া হবে- সেটা ভাবিনি। খুব ভালো একটা গান হয়েছে। বেশ মজা পেয়েছি।’
তিনি আরও জানান, গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও বুবলি। কলকাতার বাবা যাদবের কোরিওগ্রাফিতে গানটির শুটিং হবে ব্যাংককে শিগগিরই।
‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া।