লোপার চিত্রনাট্য-নির্মাণে ‘আ ওয়েটার’

‘আ ওয়েটার’ এর একটি দৃশ্যগানের মানুষ লোপা হোসেইন। তবে সংবাদ পাঠক-উপস্থাপক-লেখক হিসেবেও তার পরিচিতি বেশ। এবার বায়োগ্রাফিতে যোগ করলেন নতুন পরিচয়। নিজের ভাবনা, চিত্রনাট্যে নির্মাণ করলেন প্রামাণ্যচিত্র- ‘আ ওয়েটার’।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণকে ঘিরে তৈরি হয়েছে পুরো চিত্রটি। যিনি নিজের লেখাপড়া চালিয়ে নিতে বেছে নিয়েছেন রেস্তোরাঁর ওয়েটার জীবন। ক্লাসের ফাঁকে বন্ধু, স্বজন আর প্রেমিকার চোখ এড়িয়ে চালিয়ে যাচ্ছেন কাজটি। ওয়েটার হিসেবে প্রতিনিয়ত মেনে নিচ্ছেন ভোক্তাদের নানা তাচ্ছিল্য। এর মাঝেও সেই তরুণ স্বপ্ন দেখেন, বিসিএস ক্যাডার হয়ে চলমান ওয়েটার জীবনকে জয় করার।
এভাবেই ‘আ ওয়েটার’-এর গল্পটি উঠে এসেছে একজন তরুণের বাস্তব জীবনের ছায়া ধরে। ১০ মিনিট ব্যপ্তির এই প্রামাণ্যচিত্রের একাংশে সেই তরুণের সঙ্গেও কথা বলেছেন লোপা হোসেইন।
হৃদয়স্পর্শী এই বাস্তব গল্প তুলে আনা প্রসঙ্গে লোপা বলেন, ‘প্রায়ই আমাদের রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়। সেখানে আমাদের যত্ন করে খাবার পরিবেশন করে কিছু স্মার্ট, পরিপাটি পোশাকের ছেলে-মেয়ে। আমরা তাদের সেবা নেই, মাঝে মাঝে বিরক্ত হয়ে দু’কথা শুনিয়েও দেই। কিন্তু তাদের অনেকেরই যে রেস্টুরেন্টের বাইরে একটা সম্মানজনক জীবন আছে, তা নিয়ে ভেবেছি কখনও? মূলত আমার ভেতরে জমতে থাকা এমন প্রশ্ন থেকেই কাজটির জন্ম। আমার সঙ্গে কাজটি করতে যারা সমর্থন দিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।’
‘আ ওয়েটার’ প্রামাণ্যচিত্রটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন লোপা হোসেইন। আর পরিচালনায় তার সঙ্গে আরও ছিলেন ময়ূখ বারৈ, সায়রা সামসিয়া, আবে হায়াত সৈকত, পান্থ বিহোস ও সুমাইয়া জামান।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দৃক আরেফীন, নীদ, মেঘ, নন্দিনী, মাইশা, জাহিদ ও হৃদি।
‘আ ওয়েটার’ ইউটিউবে উন্মুক্ত হয়েছে ১৭ জানুয়ারি। চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন এখনই-