২ ঘণ্টায় গান ১ ঘণ্টায় ভিডিও!

নোমান রবিন ও সজীবসারা দুনিয়ায় মোবাইল ফোন ক্যামেরা দিয়ে এখন চলচ্চিত্র থেকে শুরু করে অনেক কিছুই নির্মিত হচ্ছে। এসব নিয়ে নিয়মিত হচ্ছে আন্তর্জাতিক উৎসব, সাড়া ফেলছে ভিডিও শেয়ারিং সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
মোবাইল ফোন দিয়ে প্রায় একই কাজ করেছেন নির্মাতা নোমান রবিন। তবে একটু ভিন্ন উপায়ে। আইফোন সিক্সএস-প্লাস দিয়ে মাত্র ১ ঘণ্টায় শুটিং শেষ করা এই কাজটির নাম ‘ঘুরছে সজীব’। এটি একটি বিশেষ মিউজিক ভিডিও হলেও এর নাম দিয়েছেন তিনি আইফোনোগ্রাফি।
এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পাওয়া কাজটি প্রসঙ্গে নোমান রবিন জানান, সংগীতশিল্পী তানভীর আলম সজীবকে তিনি একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সম্প্রতি। সেটি ছিল এমন, কে কত দ্রুত সময়ের মধ্যে গুণগত মানের সৃজনশীল কাজ নির্মাণ করতে পারেন। তারই ধারাবাহিকতায় সজীব সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। গানের কথা থেকে শুরু করে মাস্টারিং পর্যন্ত তিনি সময় নেন মাত্র দুই ঘণ্টা। এরমধ্যে গানটির সুর, সংগীতায়োজন, কণ্ঠও দেন তিনি।
গানটি তৈরির পরপরই নোমান রবিন সেটির ভিডিও নির্মাণে নেমে পড়েন। এখানে তিনি সময় নেন মাত্র এক ঘণ্টা। এরমধ্যে তিনি ভিডিওর সেট, লাইট, শুটিং ও সম্পাদনা করেন। যার পুরোটাই করেছেন তার আইফোনটিতে।
রবিন বলেন, ‘কাজটি অনেক চ্যালেঞ্জের ছিল। তবে মজাও হয়েছে। সময়ের বিচারে আমি জিতেছি ঠিকই, তবে সজীবের কাজটি ছিল বেশি কঠিন। মোট মিলিয়ে দারুণ কাজ হয়েছে বলে মনে করছি আমরা। মোবাইল ফোন দিয়ে এভাবে আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে আমার।’
ভিডিওটি তানভীর আলম সজীবের অফিশিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আজ (২৮ জানুয়ারি)।
‘ঘুরছে সজীব’ আইফোনোগ্রাফি: