চলচ্চিত্রকার কাজী আজিজ আহমেদ আর নেই

কাজী আজিজ আহমেদগীতিকবি, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা কাজী আজিজ আহমেদ আর নেই। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিবিধ অসুখে ভুগছিলেন তিনি। অবশেষে আজ (৩০ জানুয়ারি) সকালে শেরপুরে তার বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্রের এই নিবেদিত প্রাণ (ইন্নালিল্লাহি... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বাংলা চলচ্চিত্রের কালজয়ী গানের তালিকায় রয়েছে কাজী আজিজ আহমেদের ‘চোখ যে মনের কথা বলে’সহ বেশ কিছু গীতিকবিতা। ১৯৬৮ সালে রচনা হয়েছিলো গানটি। খন্দকার নুরুল আলমের সুর-কণ্ঠের গানটি ‘যে আগুনে পুড়ি’ সিনেমায় নায়করাজ রাজ্জাকের অভিনয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো।
গান লেখার পাশাপাশি অনেক সিনেমার চিত্রনাট্য-সংলাপও লিখেছেন তিনি। করেছেন পরিচালনাও।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজই (৩০ জানুয়ারি) কাজী আজিজ আহমেদের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
১৯৩৯ সালে জন্ম কাজী আজিজ আহমেদের। ১৯৬২ সালে ‘দুই দিগন্ত’ ছবিতে পরিচালক ওবায়দুল হকের সহকারী হিসাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করেন তিনি। পরবর্তীতে গীতিকার, কাহিনিকার, সংলাপকার, চিত্রনাট্যকার ও চিত্রপরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করেন।
‘উলঝান’, ‘যে আগুনে পুড়ি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘এরাও মানুষ’, ‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘গুনাই বিবি’, ‘অনন্ত প্রেম’, ‘বাজিমাত’ ইত্যাদি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও গান রচনা করে নন্দিত হয়েছেন কাজী আজিজ আহমেদ।