চঞ্চল চৌধুরীর ফিল্মিক বিজ্ঞাপন

বিজ্ঞাপনের শুটিংয়ে চঞ্চল চৌধুরীঅভিনেতা হিসেবে নয়, বিজ্ঞাপনের মডেল হিসেবেই প্রথম আলোচনায় আসেন চঞ্চল চৌধুরী। ‌‘পথের ক্লান্তি ভুলে’ গানের সুরে গ্রামীণ ফোনের সেই আবেগী বিজ্ঞাপন নাড়া দিয়েছে দেশের প্রায় প্রতিটি টিভি দর্শককে।
এরপর ‘মনপুরা’ ও ‘আয়নাবাজি’র ফাঁকে অসংখ্য টিভি নাটকে অভিনয় করে নিজেকে বরাবরই আলোচনায় রেখেছেন জনপ্রিয় এই অভিনেতা।
তবে প্রথম বিজ্ঞাপনের পর মডেল হিসেবে সে অর্থে নজর কাড়তে পারেননি তিনি।
সম্ভবত সেই অভাব কাটতে যাচ্ছে এবার। নতুন বছরে পা রেখে চঞ্চল চৌধুরী একটি ভিন্ন ধারার বিজ্ঞাপনে মডেল হলেন। এটি নির্মাণ করেছেন রানা মাসুদ। একটি হেয়ার কালারের বিজ্ঞাপন এটি। ২৮ জানুয়ারি বিএফডিসিতে এটির শুটিং শেষ হয়েছে।
গল্পনির্ভর এই বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নতুন বছরের প্রথম বিজ্ঞাপন এটি। চমৎকার গল্প। বেশ যত্ন নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ। কৃত্রিম বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাজটি করেছি। আশা করা যায় দর্শকদের ভালো লাগবে। কারণ বিজ্ঞাপনটিতে ফিল্মিক একটি ব্যাপার আছে। আমি কাজটি করে তৃপ্ত।’
নির্মাতা রানা মাসুদ জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারে আসবে।
এদিকে চঞ্চল চৌধুরী নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে আগামী মার্চ মাসে।
ছবি: মোহসীন আহমেদ কাওছার