কাদের জন্য শুভর সতর্কবার্তা?

শুভতাড়াহুড়ো করা যাবে না, একটু আস্তে-ধীরে এগুতে বললেন ডি-রকস্টারখ্যাত গায়ক শুভ। এ সতর্কবাণী সামাজিক মাধ্যম ব্যবহার করা কিছু শিল্পীর জন্য। আর এটি তিনি বললেন গানে গানে।
মজার একটি গান গেয়েছেন শুভ। গানের নাম ‘আস্তে’। এটি গত ৩০ জানুয়ারি জিপি মিউজিকের ফ্যান পেজে প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে শুভ বলেন, ‘এটি নিয়ে কিছু বিষয় আগেই পরিষ্কার করে নিতে চাই। প্রথমত, এই গানটির বিষয়বস্তু বা বক্তব্য কোনোভাবেই কাউকে ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে নয়। যারা সৃষ্টিশীল কাজ করেন অনেকেই সোশ্যাল মিডিয়াকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এ গানটি এমন কিছু শ্রেণির মানুষকে বলা হয়েছে যারা কিনা সৃষ্টিশীল কাজগুলোকে খুব সহজে আয়ত্ত করা যায় বলে মনে করেন এবং আগ পিছ চিন্তা না করেই সোশ্যাল মিডিয়াতে লাইভে সরব হয়েছেন। তাদের এমন উপস্থিতি অনেকেরই বিরক্তির কারণ। এ গানের বিষয়বস্তু এমনই।’
‘আস্তে’ গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত করেছেন মীর মাসুম। শুভ জানান, ১৩ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত হবে।
গানের লিংক: