২৫ মার্চ অনুদানের ছবি ‘ফেরা’

ফেরা’র একটি দৃশ্যপ্রথম পর্বের শুটিং শেষ হয়েছে সরকারি অনুদানের ছবি ‘ফেরা’র। চলতি মাসের প্রথম সপ্তাহের পুরোটা সরকারি অনুদানের এই ছবির শুটিং ইউনিট কর্মব্যস্ত সময় কাটিয়েছে খুলনার বাটিয়া ঘাটার বিভিন্ন গ্রামে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ওয়াসিউদ্দিন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি ২০১৬-১৭ অর্থ বছরে অনুদান পেয়েছিল।
পরিচালক ওয়াসিউদ্দিন জানান, ‘প্রথম পর্বে ছবিটির শুটিং বেশ ভালো হয়েছে। বাকি অংশের মাত্র তিনটি দৃশ্য ধারণের কাজ শিগগির সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আমাদের খুব ইচ্ছা ২৫ মার্চ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী করতে। সে লক্ষ্যেই এগুচ্ছি আমরা।’
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মোস্তফা মনোয়ার, তাসনোভা তামান্না, পরেশ আচার্য্য, হাসিমুন্নেছা, শেখ সিরাজুল ইসলাম, শঙ্কুড়ী মন্ডল, সন্দীপ কুমার মিস্ত্রী, শুব্রত বিশ্বাস, নবকুমার সরকার, মহাদেব সরদার, শবনম মোস্তারিক, শিশুশিল্পী দুর্জয় মন্ডল প্রমুখ। এছাড়াও গ্রুপ থিয়েটারের বেশ কয়েকজন সদস্য এই ছবির সঙ্গে জড়িত রয়েছেন।

উল্লেখ্য, হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে সরকারি অনুদানে গেল বছর নির্মিত হয় ‘খাঁচা’। এটি পরিচালনা করেন আকরাম খান। এতে অভিনয় করেন জয়া আহসান, আজাদ আবুল কালামসহ অনেকে। ছবিটি বাংলাদেশ থেকে ৯০তম অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগে পাঠানো হয়েছিল।