মান্নাকে নিয়ে আয়োজন

মান্নাএক দশক হলো। ১০ বছর আগে চিরবিদায় নেন নায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তবে দর্শক ও শিল্পীদের হৃদয়ে তিনি অমর।
আজ শনিবার মান্নার দশম মৃত্যুবার্ষিকী। এই দিনে তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিল্পী সমিতি জানায়, স্মরণসভায় মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করবেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।

এদিকে শনিবার বাদ মাগরিব উত্তরায় মান্নার বাড়ি কৃতাঞ্জলীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল হবে। তার স্ত্রী শেলী মান্না জানিয়েছেন, পারিবারিক উদ্যোগে বাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব মিলাদ ও দোয়া হবে।

মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য— ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘দেশদরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি।