টিভি নাটকে একুশে বিশেষ

বড় পর্দায় বিশেষ কোনও আয়োজন চোখে না পড়লেও টিভি পর্দায় বরাবরই অমর একুশ ধরা দেয় রকমারি আয়োজনে। সেখান থেকে আজকের (২১ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কিছু নাটকের তথ্য তুলে ধরা হলো-
এনটিভি
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘স্বরে অ’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- ইমন, সুমাইয়া শিমু, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, শাজাহান আলী সাজু, এমিলা, রীনা রহমান, সিদ্দিক মাস্টার প্রমুখ।
চ্যানেল আই
বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে একুশের টেলিফিল্ম  ‘বাবা-মার স্কুল’। আজাদ আবুল কালামের রচনা ও আবুল বাশার সোহেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদ, সাবেরী আলম, শ্যামল তন্বী প্রমুখ।
এটিএন বাংলা
রাত ৯ টায় প্রচার হবে ভাষা দিবসের নাটক ‘মূল্যায়ন’। পারভেজ ইমামের রচনা ও নুরুল ইসলামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শশী প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘পালকী’ ধারাবাহিকের বিশেষ পর্ব। এতে অভিনয় করেছেন  তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, নওশীন, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, হিল্লোল, সুজাতা, গীতশ্রী, শিরিন আলমসহ আরও অনেকে।
দেশ টিভি
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘এলার ফাল্গুন’। নাহিদ আহমেদ পিয়ালের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, মৌসুমী হামিদ, শামস সুমন, ওয়াহিদা মলি­কা জলি, দীপা খন্দকার প্রমুখ।
বাংলাভিশন
ভাষা দিবসের বিশেষ নাটক ‘দেখা’। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এটি। নূর ইমরান মিঠুর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, নাঈম, ইলোরা গওহর প্রমুখ।
একুশে টিভি
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘ফেব্রুয়ারি আলপনা’। কথাসাহিত্যিক রফিকুর রশীদের ছোট গল্প অবলম্বনে মোজাম্মেল হোসেন খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মাজনুন মিজান, ফারহানা মিলিসহ আরও অনেকে।
মাছরাঙা টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘বর্ণব্যঞ্জন’। তৌফিক এলাহীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সোহানা সাবা, মাজনুন মিজান, আরমান পারভেজ মুরাদ, নাবিলা ইসলাম প্রমুখ।
বৈশাখী টিভি
রাত ১১টায় প্রচার হবে নাটক ‘ভাষা ও ভালোবাসা’। লুৎফুর নাহার মৌসুমীর রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে অভিনয় করেছেন জার্মান নাগরিক ইভা মজিওএল।