পিংকি ছেত্রীর অভিষেক

পিংকি ছেত্রী। নেপাল বংশোদ্ভূত বাংলাদেশী। দাদা গানের মানুষ ছিলেন, বাবাও ভালো গান করতেন তাই পারিবারিকভাবেই সংগীতের সঙ্গে তার আজন্ম চলন।
২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে প্রথম পরিচিতি আসে পিংকির। এরপর লম্বা সময় অন্যের গান কণ্ঠে নিয়েই মঞ্চ ও টিভি অনুষ্ঠান মাতিয়েছেন এই তরুণকণ্ঠী।

অবশেষে টানা ৬ বছর পর মৌলিক গানে অভিষেক ঘটছে পিংকি ছেত্রীর।
গানের শিরোনাম ‘দেখা হবে’। লিখেছেন গোলাম কবির রনি, সুর-সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
মালয়েশিয়া ও নেপালের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন তানভীর খান। মডেল হয়েছেন পিংকি ও তার বোন প্রিয়া ছেত্রী।
পিংকি বলেন, ‌‘একজন কণ্ঠশিল্পী হিসেবে সবার মতো আমারও ইচ্ছে নিজের গান দিয়ে মানুষের মন জয় করার। সেই চিন্তা থেকেই অনেকটা সময় নিয়ে প্রথম মৌলিক গানটি তৈরি করলাম। শুরু হলো নতুন অপেক্ষার পালা। আশা করছি সবারই ভালো লাগবে গান-ভিডিওটি।’
ডিএমএস সূত্রে জানা গেছে ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ‘দেখা হবে’ গানটির ভিডিও অবমুক্ত হবে। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস-এর ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও ইয়োন্ডার মিউজিকে।