দুই চিত্রনাট্যের কেন্দ্রে আছেন বাঁধন

নতুন অবয়বে পুরনো বাঁধন ফিরে এলেন- সেও প্রায় পুরনো খবর। তবে সেই খবরের সঙ্গে এবার কাজের বিষয়টাও যুক্ত হলো।
সম্প্রতি প্রায় একসঙ্গে দুটি নতুন ধারাবাহিকের সঙ্গে যুক্ত হলেন বদলে যাওয়া এই অভিনেত্রী। একটি জুয়েল মাহমুদের পরিচালনায় ‘ওয়ান ওয়ে’ অন্যটি মাসুদ সেজানের ‘খেলোয়াড়’।
দুটি ধারাবাহিকের চিত্রনাট্যের কেন্দ্রীয় চরিত্রে অবস্থান করছেন বাঁধন। মানে দু’টি নাটকের গল্পের শুরুটা তার চরিত্র দিয়ে।
বাঁধন জানান, ‘ওয়ান ওয়ে’ নাটকের গল্পটা শুরু হয় তার স্বামী মারা যাওয়ার ঘটনা দিয়ে। অন্যদিকে ‘খেলোয়াড়’ নাটকের গল্প শুরু হয় ঢাকায় পড়াশোনারত বাঁধনের ছাত্রীনিবাসে থাকার সংগ্রামী জীবনের গল্প নিয়ে।
নাটক দু’টিতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘প্রথম ভালোলাগা দু’টি নাটকের চিত্রনাট্যের শুরুটা আমাকে দিয়ে হচ্ছে। শেষটাও আশাকরি ভালো হবে। দু’জন গুণী নির্মাতার নির্দেশনাতে কাজ করে ভালোই লাগছে।’
জানা গেছে, শুটিং চলতি নাটক দু’টি শিগগিরই বেসরকারি দুটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।