আড্ডামুখর ‌‘লিপস্টিক’ সন্ধ্যা

‘লিপস্টিক’ সন্ধ্যায় অতিথিদের সেলফিদর্শক সারিতে বসেই নাট্যকার মাসুম রেজা, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম আর শিহাব শাহীনের মধ্যে জমে গেল প্রাণখোলা আড্ডা। কারণ, বহুদিন পর তাদের হলো দেখা। মাসুম রেজা বললেন, ‘এই শহরে আমাদের শুরুটা প্রায় একসঙ্গেই। অথচ আজকাল আর খুব একটা দেখা হয় না, আড্ডাও না। খুব ভালো লাগছে এই আয়োজনে এসে।’

সেই আড্ডায় আরও যোগ দিলেন অভিনয়শিল্পী জর্জ, সাজু খাদেম, মম, সুষমা সরকার, আনন্দসহ আরও অনেকেই।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উত্তরার একটি আবাসিক হোটেলের ছাদে তারা সবাই এক হয়েছিলেন নাগরিক টিভির ধারাবাহিক নাটক ‘লিপস্টিক’ এর প্রীতিসম্মেলনে। রাত তখন ৮টা ৩০ মিনিট। শিহাব শাহীন সবাইকে তার নির্মাণে ‘লিপস্টিক’ দেখার আমন্ত্রণ জানালেন প্রজেক্টরে।
টানা ৪২ মিনিট ধারাবাহিকটি উপভোগ করলেন সবাই। এর শেষ দৃশ্যে উপস্থিত অতিথিদের করতালি বুঝিয়ে দিলো, ধারাবাহিকটির গল্প ও নির্মাণ ধরন সবার মন জয় করেছে।
ধারাবাহিকটির প্রথম দুই পর্ব দেখা শেষে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ধারাবাহিকটি ভালো করে তৈরির জন্য প্রায়শই শিহাব শাহীনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়েছিলো। উদ্দেশ্য ছিল একটিই, ধারাবাহিকটি আরও ভালো করা যায় কী ভাবে।’
চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার তার বক্তব্যে বলেন, ‘নাগরিক দেশের একটি ভালো টিভি চ্যানেল হিসেবে দর্শকদের কাছে আসতে চায়। আমরা কথা দিচ্ছি নাটক চলাকালে কোনও টিকার বা পপআপ যাবে না। নাটক চলাকালীন সময়ে শুধু নাটকই দেখবেন। নাটকে বিরতির পরিমাণও কম রাখা হচ্ছে।’
এদিকে নাটকটি পর্দায় দেখে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘যে নাটকটি দেখলাম, তাতে করে এ কথা বলতে পারি যে, লিপস্টিক জনপ্রিয়তা পাবে। নাগরিক টিভি নাটক দিয়ে তার দর্শকদের ধরে রাখতে পারবে।’
নির্মাতা গিয়াউদ্দিন সেলিম তার প্রতিক্রিয়ায় বলেন, নাটকটি দেখে ভালো লেগেছে। এমন নাটক যদি নির্মাণ করা যায়, তবে অবশ্যই দর্শকরা দেশের নাটক আরও বেশি বেশি দেখবেন।’
নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার‘লিপস্টিক’ নাটকের পরিচালক ও অন্যতম লেখক শিহাব শাহীন তার বক্তব্যে বলেন, ‘লিপস্টিক হলো কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে একটি মেয়ের পথচলার গল্প, যা সময়ের সঙ্গে অনেকদিকে মোড় নেবে।’
নাটকটির প্রধান অভিনেত্রী মম বলেন, ‘‘ভালো গল্প, ভালো চরিত্রে কাজ করতে ভালো লাগে। ‘লিপস্টিক’ ঠিক সেধরনেরই একটি কাজ ছিল। আশা করি সবার কাছে ভালো লাগবে।’’
উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে নাগরিক টিভি বাণিজ্যিক সম্প্রচার শুরু করবে। প্রথম দিন থেকেই এই নাটকটি নাগরিকের পর্দায় দেখা যাবে।