বাবার প্রতিষ্ঠান চালু করলেন ঐন্দ্রিলা

নাটকের সেটে সজল ও ঐন্দ্রিলাপ্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ত্রয়ী চিত্রম’। এ প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন ‘মহানায়ক’খ্যাত এ অভিনেতা।




এ নায়কের প্রয়াণের পর কার্যত এটি বন্ধই ছিল। এবার মেয়ে ঐন্দ্রিলা আহমেদ প্রতিষ্ঠানটিকে পুনর্জীবিত করলেন।
‘ত্রয়ী চিত্রম’-এর ব্যানারে ছোট পর্দার জন্য নাটক নির্মাণ করছেন তিনি। ‘ছোট ছোট আশা’ নামের এ নাটকটির দৃশ্যধারণ আজ (২৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। এটি রচনা করছেন ঐন্দ্রিলা নিজে। নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সজল। আর এটি পরিচালনা করেছেন পৃথু রাজ।
ঐন্দ্রিলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাবার অনেক স্মৃতি আছে। বলা যায়, এটি পুনর্জীবিত করাটাও আমার জন্য অনেক আবেগের।’
জানালেন, টানা তিন দিন উত্তরায় নাটকটির কাজ চলবে। বেসরকারি টিভিতে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।
এদিকে ১০ বছর বিরতির পর নতুনভাবে শুরু করেছেন ঐন্দ্রিলা। গত মাসে তিনি সজলের সঙ্গেই ‘ফেইক লাভ’ নামের একক নাটকে কাজ করেন। মাস না পেরুতেই সজলের সঙ্গেই নতুন নাটকে যুক্ত হলেন তিনি।