X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পর্দা নামছে কানের, কার ভাগ্যে স্বর্ণপাম

মাহমুদ মানজুর
মাহমুদ মানজুর
২৪ মে ২০২৫, ১১:০১আপডেট : ২৪ মে ২০২৫, ১২:০৬

খ্যাতিমান নির্মাতাদের নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার, লালগালিচার জৌলুস, মার্শে দ্যু ফিল্মে চলচ্চিত্র প্রকল্প বেচাকেনাসহ হরেক রকম আয়োজনে মোড়ানো ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে। ফ্রান্সের দক্ষিণে মনোরম উপকূলীয় শহরে ১২ দিনের এই আয়োজনের সমাপনী হতে আর কয়েক ঘণ্টা বাকি। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের আসরের। 

প্রতিবারের মতো মূল প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে থাকছে একটি করে স্বর্ণপাম। আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’র ভাগ্যে স্বল্পদৈর্ঘ্যের স্বর্ণপাম আছে কিনা সেদিকে কৌতূহলী বাংলাদেশি দর্শকরা। অবশ্য কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়েছে ‘আলী’। পালে দে ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটারে শুক্রবার (২৩ মে) স্থানীয় সকাল ১১টায় ও বাজিন থিয়েটারে দুপুর ১টায় প্রদর্শিত হয়েছে ৭৮তম কান উৎসবে নির্বাচিত ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘আলী’র প্রদর্শনীতে আদনান আল রাজীবের সঙ্গে ছিলেন ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করা নোয়াখালীর ছেলে আল আমিন, প্রযোজক তানভীর হোসেন, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন।

এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে! 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরো পরিচালিত ‘আগাপিতো’ ছবির সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেদিক দিয়ে একই আসরে ‘আলী’সহ তার দুটি ছবি প্রতিযোগিতায় রয়েছে। কানের ইতিহাসে বাংলাদেশের আর কোনো নির্মাতার এমন অর্জন নেই!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত তালিকায় আরো আছে চীনের জাওগুয়াং লো ও শুহান লিয়ো পরিচালিত ‘লিলি’, যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল অ্যাব্রান্টেস পরিচালিত ‘আর্গুমেন্টস ইন ফেভার অব লাভ’, ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’, ফ্রান্সের সন্ড্রা দেমাজিয়ের পরিচালিত ‘ফিল দো ল্যু’, মার্টিন ফ্রসাঁ পরিচালিত ‘হাইপারসেনসিটিভ’, গ্রেগোয়ার গ্রাসলাঁ পরিচালিত ‘ড্যামেন’, হাঙ্গেরির বালিন্ট কেনিয়েরেশ পরিচালিত ‘দ্য স্পেকট্যাকল’, পর্তুগালের ইনেস নুনিস পরিচালিত ‘দ্য লোনলিনেস অব লিজার্ডস’ ও দক্ষিণ আফ্রিকার ডিয়ান ভাইস পরিচালিত ‘ভালচার্স’।

স্বর্ণপাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ। 

লালগালিচায় ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ টিম

স্বর্ণপাম জয়ের হাতছানি
কানে এখন পর্যন্ত ৯ জন পরিচালক দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তাদের মধ্যে বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়ের ও লুক দারদেনের নতুন ছবি “দ্য ইয়াং মাদার’স হোম” আছে এবারের মূল প্রতিযোগিতায়। তবে সমালোচকদের ফেভারিটের তালিকায় শীর্ষে ডেনিশ-নরওয়েজিয়ান পরিচালক ইওয়াকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। গত ২১ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে আমন্ত্রিত অতিথি, দর্শক ও সাংবাদিকরা টানা ১৯ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। এবারের আসরে এটি সর্বোচ্চ অভিবাদন পাওয়ার রেকর্ড। ছবিটিতে অভিনয় করেছেন রেনোট রাইন্সবে, এল ফ্যানিং, আলেকজান্ডার স্কার্সগার্ডসহ অনেকে। 

স্বর্ণপামের জন্য সমালোচকদের ফেভারিটের তালিকায় আরও আছে ব্রাজিলের ক্লেবার মেনদোঙ্কা ফিলো পরিচালিত ‘দ্য সিক্রেট এজেন্ট’, ইরানের জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, যুক্তরাষ্ট্রের রিচার্ড লিঙ্কলেটার পরিচালিত ‘নিউ ওয়েভ’, জার্মানির মাশা শিলিনস্কি পরিচালিত ‘সাউন্ড অব ফলিং’।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির দৃশ্য

এবারের আসরে স্বর্ণপামের জন্য লড়ছে ২২টি ছবি। এরমধ্যে ৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন নারীরা। তারা কেউ এবার স্বর্ণপাম জিততে পারেন কিনা সেদিকে নজর আছে অনেকের। কান উৎসবের ইতিহাসে তিন জন নারী স্বর্ণপাম জিতেছেন। তারা হলেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন, ফ্রান্সের জুলিয়া দুকুরনো ও জাস্টিন ত্রিয়ে। মূল প্রতিযোগিতা বিভাগের স্বর্ণপাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। টানা দ্বিতীয়বারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন নারী। ১৯৬৫ সালে কানে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অলিভিয়া ডি হাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে উৎসবটিতে বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন। ৬০ বছর পর ফের এর পুনরাবৃত্তি ঘটলো। 

মূল প্রতিযোগিতা বিভাগে জুলিয়েট বিনোশের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করছেন ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া, অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা জেরেমি স্ট্রং, ইতালিয়ান অভিনেত্রী আলবা ররওয়াকার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোর পরিচালক দিয়ুদো আমাদি, কোরিয়ান পরিচালক হং স্যাং সু, মেক্সিকা পরিচালক কার্লোস রেগাদাস।

মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা

মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২২টি চলচ্চিত্রের তালিকা

  • আলফা (জুলিয়া দুকুরনো, ফ্রান্স)
  • দ্য লিটল সিস্টার (আফসিয়া আর্জি, ফ্রান্স)
  • কেস ১৩৭ (দমিনিক মল, ফ্রান্স)
  • দ্য মাস্টারমাইন্ড (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র)
  • নিউ ওয়েভ (রিচার্ড লিঙ্কলেটার, যুক্তরাষ্ট্র)
  • দ্য ফিনিশিয়ান স্কিম (ওয়েস অ্যান্ডারসন, যুক্তরাষ্ট্র)
  • এডিংটন (আরি অ্যাস্টার, যুক্তরাষ্ট্র)
  • রোমেরিয়া (কার্লা সিমন, স্পেন)
  • সিরেট (অলিভার লুক্সে, স্পেন)
  • ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
  • ওম্যান অ্যান্ড চাইল্ড (সাঈদ রোস্তাই, ইরান)
  • রেনোয়াঁ (চিয়ে হায়াকাওয়া, জাপান)
  • রেজারেকশন (বাই গান, চীন)
  • ডাই মাই লাভ (লিন রামজে, যুক্তরাজ্য)
  • সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
  • সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
  • ঈগলস অব দ্য রিপাবলিক (তারিক সালেহ, সুইডেন)
  • ফুয়োরি (মারিও মার্তোনে, ইতালি)
  • দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
  • দ্য হিস্ট্রি অব সাউন্ড (অলিভার হারমানাস, দক্ষিণ আফ্রিকা)
  • দ্য ইয়াং মাদার’স হোম (জ্যঁ-পিয়ের ও লুক দারদেন, বেলজিয়াম)
  • টু প্রসিকিউটরস (সের্গেই লজনিৎজা, ইউক্রেন)

আরব নাসের ও টারজান নাসের

সেরা পরিচালক ফিলিস্তিনের যমজ ভাই
আঁ সাঁর্তে রিগা বিভাগে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ফিলিস্তিনের যমজ ভাই আরব ও টারজান নাসের। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালানোর পরের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির গল্প এক নিম্নস্তরের মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে কেন্দ্র করে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটারে পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে যমজ ভাই বলেন, ‘প্রত্যেক ফিলিস্তিনির প্রতি বলছি– তোমাদের জীবন গুরুত্বপূর্ণ, তোমাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। শিগগিরই ফিলিস্তিন স্বাধীন হবে।’

আঁ সাঁর্তে রিগা বিভাগের বিচারকদের সঙ্গে বিজয়ীরা

এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগের শীর্ষ দুটি স্বীকৃতি গেছে দক্ষিণ আমেরিকার দুই দেশে। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য মিস্টিরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো’। এটি চিলির দিয়েগো পেসপেদেস পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। আশির দশকের গোড়ার দিকের পটভূমিতে নির্মিত এর গল্প চিলির একটি সমকামী পরিবার ও এইডস মহামারির সূত্রপাতকে কেন্দ্র করে। জুরি প্রাইজ পেয়েছে কলম্বিয়ার সিমন মেসা সোতো পরিচালিত ‘অ্যা পয়েট’। সেরা অভিনয়শিল্পী হয়েছেন ক্লিও দিয়ারা (আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম) ও ফ্রাঙ্ক ডিলেন (আর্কিন)। ‘পিলিয়ন’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ব্রিটিশ নির্মাতা হ্যারি লাইটন। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগে মূল বিচারক ছিলেন ব্রিটিশ পরিচালক-চিত্রগ্রাহক মলি ম্যানিং ওয়াকার। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আর্জেন্টাইন অভিনেতা নাহুয়েল পেরেজ বিস্কায়ার্ট, ফরাসি-সুইস পরিচালক লুইস কোরভয়জিয়ের, রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ও ক্রোয়েশিয়ান ফিল্ম প্রোগ্রামার ভানিয়া কালুজেরচিচ, ইতালিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার রবের্তো মিনারভিনি।

লা সিনেফ-এর বিচারকদের সঙ্গে বিজয়ীরা

অন্যান্য বিজয়ী তালিকা
২৮তম লা সিনেফ
প্রথম পুরস্কার (১৫০০০ ইউরো): ফার্স্ট সামার (পরিচালক: হেয়ো গায়ং, কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস; দক্ষিণ কোরিয়া)
দ্বিতীয় পুরস্কার (১১০০০ ইউরো): টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি (পরিচালক: জু জিজেং, বেইজিং ফিল্ম অ্যাকাডেমি; চীন)
তৃতীয় পুরস্কার (৭৫০০ ইউরো): সেপারেটেড (পরিচালক: মিকি তানাকা, এনবু সেমিনার; জাপান), উইন্টার ইন মার্চ (পরিচালক: নাটালি মিরজাইয়ান, এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস; এস্টোনিয়া)

ইমারসিভ পুরস্কার
সেরা ইমারসিভ কাজ: ফ্রম ডাস্ট (মিশেল ফন দের আ, নেদারল্যান্ডস)

৫৭তম ডিরেক্টরস’ ফোর্টনাইট
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড (৭৫০০ ইউরো): দ্য প্রেসিডেন্ট’স কেক (হাসান হাদি, ইরাক)
সেরা ইউরোপিয়ান চলচ্চিত্র (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
সেরা ফরাসি ভাষার চলচ্চিত্র (এসএসিডি অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)

৬৪তম ক্রিটিকস’ উইক
গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): অ্যা ইউজফুল গোস্ট (রাতচাপুম বুনবুনচাচোক, থাইল্যান্ড)
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স/বেলজিয়াম)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): তিয়োদর পেলেরাঁ (চলচ্চিত্র: নিনো, ফ্রান্স)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): দ্য মাইন (রান্দা মারুফি, মরক্কো)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): লেফট-হ্যান্ডেড গার্ল (শি চিং সু, তাইওয়ান)
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): গিয়ের্মো গালোয় ও ভিক্তর আলোনসো-বেরবেল (সিনেমা: স্লিপলেস সিটি, স্পেন)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): এরোজেনেসিস (সান্ড্রা পপেস্কু, জার্মানি)

গোল্ডেন আই
সেরা প্রামাণ্যচিত্র (৫ হাজার ইউরো): ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স/বেলজিয়াম)
স্পেশাল জুরি প্রাইজ (গোল্ডেন আই পুরস্কারের ১০ম বার্ষিকী): দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান (ইউজিন জারেকি, যুক্তরাষ্ট্র)

পাম ডগ পুরস্কার (সেরা কুকুর অভিনয়শিল্পী)
২৫তম পাম ডগ অ্যাওয়ার্ড: পান্ডা (চলচ্চিত্র: দ্য লাভ দ্যাট রিমেইনস, আইসল্যান্ড)
গ্র্যান্ড জুরি প্রাইজ: পিপা (চলচ্চিত্র: সিরেট, স্পেন)
মাট মোমেন্ট: হিপ্পো (চলচ্চিত্র: পিলিয়ন, যুক্তরাজ্য)

/জেএইচ/
সম্পর্কিত
আলোকচিত্রীর দিকে তেড়ে গেলেন, পেলেন পুরস্কারও!  
আলোকচিত্রীর দিকে তেড়ে গেলেন, পেলেন পুরস্কারও!  
প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত
প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত
আমি কখনও থামবো না: টম ক্রুজ
আমি কখনও থামবো না: টম ক্রুজ
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  
অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
জাতীয় কবির জন্মদিনে...
জাতীয় কবির জন্মদিনে...
ঈদে আসছে সাত পর্বের ‘গণক’
ঈদে আসছে সাত পর্বের ‘গণক’
১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’
১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’