থিয়েটার অলিম্পিকসে যাচ্ছেন শিবলী-নীপা


‘রাই-কষ্ণ পদাবলী’-তে শিবলী ও নীপা ভারতে অনুষ্ঠিতব্য ৮ম থিয়েটার অলিম্পিকস ২০১৮-তে অংশ নিতে যাচ্ছে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল।
প্রতিষ্ঠানটি আগামী ১৪ মার্চ দেশটির পাটনার প্রেমচাঁদ রঙ্গশালা ও ১৬ মার্চ দিল্লির কামানী মিলনায়তনে গীতি নৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’ মঞ্চায়ন করবে। এতে শিবলী ও নীপা ছাড়াও প্রতিষ্ঠানের ২৩ জন শিল্পীও অংশ নেবেন।
আয়োজনটির তত্ত্বাবধান করছেন ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে নৃত্যাঞ্চলের অন্যতম পরিচালক শিবলী মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ১১ মার্চ রবিবার পাটনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সদস্যরা। ২০ মার্চ তারা দেশে ফিরে আসবেন।
‘রাই-কৃষ্ণ পদাবলী’ রচনা করেছেন কবি শেখ হাফিজুর রহমান ও পরিচালনা করেছেন ভারতীয় নৃত্যগুরু সুকল্যাণ ভট্টাচার্য। এর প্রধান ভূমিকায় অংশগ্রহণ করবেন শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।
জানা যায়, থিয়েটার অলিম্পিকস এছাড়াও ১৭ মার্চ পাঞ্জাবের হরিয়ানার জাতীয় নাট্যশালা মিলনায়তনে অংশ নেবে দলটি। এতে ‘ইন্দো-বাংলা থিয়েটার ফেস্টিভ্যাল’ এ ‘রাই-কৃষ্ণ পদাবলী’ মঞ্চায়িত হবে। এটির আয়োজক অন থিয়েটার গ্রুপ।