গুগল মেরে ফেললো ‘সুপারম্যান’ তারকাকে!

সার্চ ইঞ্জিন গুগলে খবরটা দেখে হতবাক হলিউডের ‘সুপারম্যান’ হেনরি ক্যাভিল। ইন্টারনেটে মৃত তারকাদের তালিকায় যুক্ত হয়ে গেছে তার নাম! অথচ তিনি দিব্যি ভালো আছেন। এমন ভুল দেখে বেজায় হতাশ ৩৪ বছর বয়সী এই অভিনেতা।
এ নিয়ে ইনস্টাগ্রামে নিজের বিরক্ত মেজাজের একটি ছবি শেয়ার করেছেন হেনরি ক্যাভিল। তিনি লিখেছেন, ‘যখন জানা হলো, আমার মৃত্যু হয়েছে দুই দিন আগে...!’
নিজের ছবির পাশে গুগল পেজের স্ক্রিনশটও যুক্ত করে দিয়েছেন হেনরি ক্যাভিল। এতে দেখা যাচ্ছে, তিনি মারা গেছেন গত ৩ মার্চ! কীভাবে এই ভুল হলো তা নিয়ে দ্বিধাগ্রস্ত ব্রিটিশ এই তারকা। তবে গুগল এ নিয়ে কোনও মন্তব্য করেনি এখনও।
এদিকে হেনরি ক্যাভিলের নতুন ছবি ‘মিশন: ইমপসিবল-ফলআউট’ মুক্তি পাবে আগামী ২৭ জুলাই। এতে তাকে দেখা যাবে অগাস্ট ওয়াকার চরিত্রে। এবারই প্রথম এই সিরিজের ছবিতে যুক্ত হলেন তিনি। মূল চরিত্র ইথান হান্ট হিসেবে যথারীতি থাকছেন টম ক্রুজ।  
২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’-এ সুপারম্যান চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান হেনরি ক্যাভিল। ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬) আর ‘জাস্টিস লিগ’ (২০১৭) ছবিতেও তাকে এ চরিত্রে দেখা গেছে।