মাকে নিয়ে বাবা-সন্তানের গল্প

বিশ্ব নারী দিবস উপলক্ষে নানা আয়োজন করেছে দেশের টিভি চ্যানেলগুলো। তবে এরমধ্যে একেবারে ব্যতিক্রম একটি অনুষ্ঠান দেখা যাবে শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠা টিভি চ্যানেল দুরন্ততে।
আজ (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় চ্যানেলটিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মর্যাদায় গড়ি সমতা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহানা হুদা রঞ্জনা। দুরন্ত কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানের মূল বিষয় পরিবারে মায়ের কাজের মর্যাদা তুলে ধরা। শিশুদের সঙ্গে গল্প ও খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন নারী কতো ধরনের কাজে যুক্ত থাকেন। মাকেই এখানে নারীদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন-এর আগ্রহ ও সহযোগিতায় নির্মিত ‘মর্যাদায় গড়ি সমতা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিশু: নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহ্দী, সুকন্যা প্রাচী; মা: রিসালাত রহমান, ফারহা জামান, ফারহানা হাফিজ এবং বাবা: আনিসুল হক, মারুফ কবির ও আদিল খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার পরিচালিত নারী দিবসের এই বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে আগামী ৮ মার্চ রাত ৯.৩০ মিনিটে।