‘পরিবর্তন’-এর জন্য গাইলেন বারী সিদ্দিকী কন্যা

পরিবর্তন-এর শুটিংয়ে এলমা ও আনজাম মাসুদসম্প্রতি না ফেরার দেশে চলে গেছেন নন্দিত বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। তবে রেখে গেছেন চমৎকার কণ্ঠের একজন উত্তরসূরি। তার নাম এলমা সিদ্দিকী। পড়াশুনা করেছেন লন্ডনে। বাবার সঙ্গে দু’একটি অনুষ্ঠানেও গেয়েছেন তিনি।
তবে এবারই প্রথম কোনও ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গাইলেন তিনি। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ‘পরিবর্তন’-এর মাধ্যমে পাওয়া যাবে তার এই গান। ‘আমি কী আর পাবো তোরে’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, সুর করেছেন প্লাবন কোরেশী এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।
ইতিমধ্যে গানটির অডিও ধারণ এবং গত ৯ মার্চ বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে দর্শক উপস্থিতিতে ভিডিও শুটিং সম্পন্ন হয়েছে।
এলমা সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দারুণ একটি গান হয়েছে। আমি খুব খুশি। সবচেয়ে ভালো লাগার বিষয় আমার বাবা যে মানুষটার কথায় বেশি গান করেছেন সেই ফরায়েজী আঙ্কেলের কথায় গাইলাম। তাছাড়া টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গাওয়া এটাই আমার প্রথম গান।’
আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত ‘পরিবর্তন’-এর নতুন পর্বে গানটি প্রচার হবে শিগগিরই।