শিশুদের জন্য মঞ্চে উঠবেন তারা

সাবিনা ইয়াসমিন ও ববিতাসুবিধাবঞ্চিত শিশুদের জন্য কনসার্টের মঞ্চে উঠছেন দেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও অভিনেত্রী ববিতা।
রাইটস অ্যান্ড সাইড ও ডিসট্র্যাস্ড চিলড্রেন নামের শিশু অধিকারভিত্তিক সংগঠনের আয়োজনে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৩ মার্চ) কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে। বিকাল পাঁচটা থেকে এ কনসার্ট শুরু হবে।
এতে সাবিনা-ববিতা ছাড়াও অংশ নেবেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, এসআই টুটুলসহ আরও কয়েকজন শিল্পী। গানের পাশাপাশি থাকছে দুটি নৃত্যদলের পরিবেশনাও।
আয়োজকরা জানান, এটি চ্যারিটিমূলক আয়োজন। এখান থেকে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যবহার করা হবে।
কনসার্টটি উপভোগ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে। মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৫০০, ১০০০ ও ২০০০ টাকা। এটি অনুষ্ঠানস্থলে পাওয়া যাবে।