৭ বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন এই গায়িকা

ডেমি লোভেটোমার্কিন গায়িকা ডেমি লোভেটো মাত্র ৭ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন। ‘দ্য ড. ফিল শো’ নামের একটি টকশোতে তিনি নিজেই হতবাক হওয়ার মতো খবরটি জানিয়েছেন। মানসিক স্বাস্থ্য বিষয়ে বিস্তীর্ণ আলোচনা হয়ে থাকে এ অনুষ্ঠানে।

বিষণ্নতা, একাকিত্ব ও হতাশা থেকে আত্মহত্যার চিন্তা পেয়ে বসেছিল বলে স্বীকার করেছেন ডেমি লোভেটো। ২৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘মৃত্যু নিয়ে আমার মোহ ছিল। সাত বছর বয়সে মনে হতো, নিজের জীবন শেষ করে দিলে যন্ত্রণারও ইতি হবে।’

যারা আত্মহত্যার কথা ভাবেন তাদের উদ্দেশে ডেমি বলেন, ‘সবাইকে বলবো, এই চিন্তা বাদ দিন। কারণ, কোনও কারণ ছাড়াই বেঁচে থাকা যায়। ব্যাপারটা সহজ ও অনেক প্রাণবন্ত। এমন সিদ্ধান্ত নিয়েও যদি সরে আসতে পারেন তাহলে নিজেকে আরও বলিষ্ঠ মনে হবে। তখন আরও অনেককে জীবনের আলো দেখানোর ইচ্ছে জাগবে মনে। নিজের জীবনকে থমকে দেওয়ার কথা ভাবা খুবই সিরিয়াস বিষয়।’

আত্মহত্যার ভাবনা আরও একবার ডেমি লোভেটোর মাথায় এসেছিল, যখন তিনি সব জায়গায় নিগৃহীত হয়েছিলেন। ২০১৩ সালে বাবাকে হারান তিনি। তার কথায়,  ‘এমনও সময় গেছে, মা আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলতেন না ভয়ে। কারণ, তিনি জানতেন না আদৌ আমাকে জীবিত দেখবেন কিনা!’

* ডেমি লোভেটোর মুখে শুনুন আত্মহত্যার ভাবনা:


* আত্মহত্যার চিন্তা থেকে সরে আসতে ডেমি লোভেটোর আহ্বান:

এর আগে অ্যালকোহল ও মাদকাসক্তি নিয়ে মুখ খুলেছিলেন ডেমি লোভেটো। তবে ছয় বছর আগে এসব বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি।

ডেমি লোভেটোর ষষ্ঠ একক অ্যালবাম ‘টেল মি ইউ লাভ মি’ বাজারে আসে গত বছরের সেপ্টেম্বরে। গানের বাইরে “গ্রে’স অ্যানাটমি”, ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ ও ‘গ্লি’ টিভি সিরিজে দেখা গেছে তাকে।