স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বলিউডের যশপাল

 

যশপাল, শহীদ মিনারে। ছবি- ইমপ্রেস টেলিফিল্মযশপাল শর্মা। বলিউডের বাঘা অভিনেতাদের একজন। বাংলাদেশে এসেছেন তৌকীর আহমেদের হাত ধরে। ভাষা আন্দোলন নিয়ে নির্মিতব্য ‘ফাগুন হাওয়ায়’ ছবির কাজে প্রায় মাস খানেক আছেন খুলনায়।

ভাষার জন্য যে ছবি নির্মিত হচ্ছে সেই তীর্থস্থান দেখার লোভ সামলাতে পারেননি এই অভিনেতা। তাই মুম্বাই ফেরার আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ দর্শণ করতে গিয়েছেন এই নামজাদা অভিনেতা।

বলিউডের ‘রাউডি রাঠোড়’, ‌‌‘লগান’সহ বেশ কিছু প্রশংসিত ছবির এই শিল্পী আজ স্বাধীনতা দিবসে বিকাল ৫টায় শহীদ মিনারে যান। এসময় তার সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (ড্রামা এন্ড টেলিফিল্ম), শিল্পী সংঘের সভাপতি অভিনেতা শহীদুল আলম সাচ্চু।
তাকে উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছাও জানায় চ্যানেল আই। প্রায় ২০ মিনিটের যশপাল শহীদ মিনারের ছিলেন।
এসময় যশপাল শর্মা বলেন, ‘‘ফাগুন হাওয়ায়’ ছবিতে কাজ করার সময় শহীদ মিনার সম্পর্কে জেনেছি। দেখার ইচ্ছে ছিল। খুব ভালো লেগেছে। অসাধারণ একটি দেশ।’’

এরপর দোয়েল চত্বর হয়ে শিল্পকলা একাডেমী পরিদর্শন করেন যশপাল শর্মা। তিনি আগামীকাল সকালে মুম্বাই ফিরে যাবেন।শহীদ মিনার প্রাঙ্গণে যশপাল। ছবি- ইমপ্রেস টেলিফিল্ম