ভাবনার উপন্যাস অবলম্বনে নাটক!

ভাবনা ও তার ‘গুলনেহার’ উপন্যাসের প্রচ্ছদগত বইমেলা প্রকাশ হয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রথম উপন্যাস ‌‘গুলনেহার’। বই পাগল ভক্তদের সে উপহার এবার টেলিপর্দায় আসতে যাচ্ছে।
এটি অবলম্বনে ঈদের জন্য বিশেষ একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন অনিমেষ আইচ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ভাবনা নিজেই।
তিনি জানান, উপন্যাসটির মূল চরিত্র ৮৭ বছরের একজন বৃদ্ধার। উনার নাম রেখেছি গুলনেহার। তাকে ঘিরেই  নির্মিত হবে নাটকটি। গুলনেহারের স্বপ্ন, প্রেম আর কষ্টের চিত্র পাওয়া যাবে এতে।
জানালেন, চলছে চিত্রনাট্য ও অভিনয়শিল্পী চূড়ান্তের কাজ। বাংলাভিশনের জন্য এটি নির্মিত হচ্ছে।
এদিকে গুলনেহার চরিত্রে কে অভিনয় করছেন? নিশ্চয়ই ভাবনা! জবাবে এই অভিনেত্রী বললেন, ‘আমার বয়স নিশ্চয়ই ৮৭ নয়! ফলে আমার করার কথা না। এই চরিত্রটির সঙ্গে যায় এমন একজন অভিনেত্রী খুঁজছি। পেয়ে যাবো আশা করি। তাছাড়া, পুরো নাটকের কাস্টিং বিষয়টি চমক হিসেবেই থাক। টিভি পর্দাতেই সবাই দেখুক- কে হচ্ছেন গুলনেহার।’