শুরু হলো মূকাভিনয় উৎসব

ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হলো টিভিসিএস-ডুমা আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।
‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এটি। আজ (৮ এপ্রিল) থেকে উৎসব শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
এর আয়োজক ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)।
আয়োজকরা জানায়, এতে বাংলাদেশের ১৫টি দলসহ আরও অংশ নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র, ইরান, জার্মানি, নেপাল ও ভারতের ২টি দল।
দেশের দলগুলো হলো- স্বপ্নদল (ঢাকা), মাইম আর্ট (ঢাকা), প্যান্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), রঙ্গন মাইম একাডেমি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), বেঙ্গল থিয়েটার (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), মিরর মাইম থিয়েটার (রংপুর), বরিশাল বিএম কলেজ, কিশোরগঞ্জ মাইম থিয়েটার, ব্ল্যাকফ্লেইম থিয়েটার (ঢাকা), মাইম অ্যাকশন কক্সবাজার, জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি ও মাইম অ্যাকশন ময়মনসিংহ ও রংপুর কারমাইকেল কলেজ।
তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনী। এগুলো চলবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।
৮ এপ্রিল (আজ) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
এছাড়াও প্রতিদিন সকাল ১০ টায় ও বিকাল ৪ টায় শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগে হবে রোড শো।