‘আমরা আনন্দিত, সম্মানিত ও আপ্লুত’

পূজা সেনগুপ্তবাংলাদেশের নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। তাদের ডাকে ফিলিপাইনে আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে দলটি।
আমন্ত্রণপত্রে জানানো হয়, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে চলতি মাসের (এপ্রিল) শেষ সপ্তাহকে জাতীয় নৃত্য সপ্তাহ ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার।
এই আন্তর্জাতিক নৃত্য উৎসবের প্রতিপাদ্য ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ’। এ আয়োজনে আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল পাঁচদিন থাকবে তুরঙ্গমীর প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’, কোরিওগ্রাফি ‘নন্দিনী’ ও ‘ফরেভার-চিরদিনের গান’।
বাংলাদেশের নাচের ওপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।
তিনি বলেন, ‘সম্মানজনক এই আয়োজনে আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত, সম্মানিত ও আপ্লুত।’
পূজা জানান, তার নেতৃত্বে আগামী ২৫ এপ্রিল তুরঙ্গমীর ছয় সদস্যের দল ফিলিপাইন যাবে। অন্যরা হলেন সুস্মিতা লোপা, মো. ফরহাদ আহমেদ, কাজী রায়হান, বৃষ্টি বেপারী ও মো. হাসান-উদ-দীন।