তৌসিফ যেভাবে ট্রাফিক পুলিশ (ভিডিও)

ট্রাফিক পুলিশের চরিত্রে তৌসিফ মাহবুবতরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের হাতের ইশারায় গাড়ি থামছে। আবার তিনি হাত নামালে সচল হচ্ছে গাড়ির চাকা। তার গায়ে ট্রাফিক পুলিশের পোশাক। মাথায় টুপি। সে এক অন্যরকম অথবা অবিশ্বাস্য দৃশ্য!
অবিশ্বাস কাটাতে তৌসিফ চটজলদি জানালেন, এই দৃশ্যগুলো ‘সিগন্যাল’ নামের একটি নাটকে দেখা যাবে। যেখানে তিনি একজন ট্রাফিক পুলিশ।
এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করলেন তৌসিফ। এজন্য দিনভর রোদে পুড়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে শুটিং করতে হয়েছে তাকে। নাটকটিতে তার চরিত্রের নাম সোহেল।
এ প্রসঙ্গে তৌসিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার অভিনীত বাস্তব চরিত্রগুলোর মধ্যে এটি অন্যতম। খুব চ্যালেঞ্জিং ছিল কাজটি। মনে হচ্ছিল আমি সত্যিই ট্রাফিক পুলিশ। অভিনয়ের সময় বুঝেছি ট্রাফিক পুলিশদের কাজটা কতটা কঠিন। ধন্যবাদ বাংলাদেশ ট্রাফিক পুলিশ ও এ নাটকের সব কলাকুশলীকে। দর্শকদেরকে নাটকটি দেখার অনুরোধ করছি।’

নাটকটিকে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, ফরহাদ বাবু, শুভ, কবিতাসহ অনেকে। ‘সিগন্যাল’ লিখেছেন বিদ্যুৎ রায়, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। যা আগামী ৪ মে বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।