কানে ‘ফ্রি অ্যা গার্ল’ মিশন নিয়ে মল্লিকা

মল্লিকা শেরাওয়াতশিশু পতিতাবৃত্তি ও পাচার রোধে নতুন মিশনে নামছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ৭১তম কান চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে ফ্রি-অ্যা-গার্লের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনি। শুধু সহিংসতা প্রতিরোধ নয়, এ ধরনের নির্যাতনের শিকার নারী ও মেয়েদের পুনর্বাসন করে আন্তর্জাতিক এনজিওটি। তাদের হয়ে এ বিষয়ে কানে সচেতনতা বৃদ্ধি করতে চান তিনি।

এ নিয়ে নবমবারের মতো কান উৎসবে অংশ নিতে যাচ্ছেন মল্লিকা। ৪১ বছর বয়সী এই তারকা বলেন, ‘পৃথিবীব্যাপী নারী ও মেয়েদের সঙ্গে কী ঘটছে তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা খুব জরুরি। ২০১৮ সালে এসেও বিশ্বজুড়ে শিশু পতিতাবৃত্তির সঙ্গে লড়তে হচ্ছে আমাদের। অসংখ্য শিশু এই ফাঁদে আটকে আছে। আমি বিশ্বাস করি, এই সমস্যা উত্থাপনের জন্য কান গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

ফ্রি-অ্যা-গার্ল এনজিওর সঙ্গে মল্লিকার কাজগুলো বরাবরই খবরের শিরোনামে এসেছে। বিশেষ করে ফ্রি-অ্যা-চাইল্ড প্রতিষ্ঠাতা ইভলিয়েন হোস্কেনের ভিসার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে সহায়তা চেয়ে আলোচিত হন তিনি।

কান উৎসবে এর আগে অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস, সালমা হায়েকসহ অনেকে নারীদের পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছেন।

সচেতনতা বৃদ্ধি ছাড়াও আগামী ৯ ও ১০ মে কানের লালগালিচায় হাঁটবেন মল্লিকা শেরাওয়াত। গত আট বছর সেখানে ফ্যাশনের মাধ্যমে মিডিয়া ও ভক্তদের মনোযোগ কাড়েন তিনি। তার দারুণ সব পোশাক সবার প্রশংসা কুড়িয়েছে। এবারও হয়তো ব্যতিক্রম হবে না। কিন্তু ডিজাইনার কে? তার উত্তর, ‘কানের জন্য আমি এবার অনেক রোমাঞ্চিত। কারণ আগের বছরগুলোর চেয়ে এই আসরে আমার পোশাক অনেক আকর্ষণীয় লাগতে পারে। ভারত ও আমেরিকা থেকে দুটি করে পোশাক সংক্ষিপ্ত তালিকায় রেখেছি। সেগুলোর মধ্য থেকে সেরা দুটি বেছে নেবো আগামী সপ্তাহে। আর আমাকে অলঙ্কার দিচ্ছে ফরাসি প্রতিষ্ঠান বুশো।’

এবারের কান উৎসব শুরু হবে আগামী ৮ মে। ১২ দিনের এই আয়োজন চলবে ১৯ মে পর্যন্ত।