কবিগুরুর স্মরণে সৈয়দ আবদুল হাদীর মিউজিক ভিডিও

সৈয়দ আবদুল হাদী। ছবি- সংগৃহীতকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে কিংবদন্তি গায়ক সৈয়দ আবদুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিওচিত্র। সংগীতটি হচ্ছে ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’।
গত ৬ এপ্রিল বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে।

গানটির সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন আর এর ভিডিওচিত্র তৈরি করেছেন সাদাত হোসাইন। গাওয়ার পাশাপাশি ভিডিওটিতে অংশ নিয়েছেন সৈয়দ আবদুল হাদী। সঙ্গে আছে ঋদ্ধিসহ কয়েকজন শিশুশিল্পী।

উল্লেখ্য, ২০১১ সালে সৈয়দ আবদুল হাদী রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও কবিগুরুর গান কণ্ঠে তুললেন।

আবদুল হাদী বলেন, ‘বাঙালি জাতির সঙ্গে বরীন্দ্রনাথের সম্পর্ক নিবিড়। আর সংগীতজীবনের শুরু থেকেই তার গানের সঙ্গে আমার সম্পর্ক। আশা করছি, দর্শক-শ্রোতার কাছে গান ও ভিডিওটি উপভোগ্য হবে।’
বাংলাঢোলের পাশাপাশি গানটি শোনা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে।
গানের ভিডিও লিংক: