তারা তিনজন প্রথমবার

জ্যোতি সিনহা, রোকেয়া রফিক বেবী ও আজাদ আবুল কালামের ছবির কোলাজরোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা- বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের গুণী অভিনয়শিল্পী তারা। এবার আসছেন একমঞ্চে।
নতুন রেপার্টরি নাট্যদল ‘হৎমঞ্চ’ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘রুধিররঙ্গিণী’। দলটির প্রথম প্রযোজনা এটি।
শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় নাটকটির মঞ্চে উদ্বোধন হবে আজ (১৫ মে)। হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান জানান, টানা পাঁচ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এর প্রদর্শনী চলবে। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে এসে কোনও নাটক নির্দেশনা দিচ্ছেন নির্দেশক শুভাশিস সিনহা।
শুভাশিস সিনহা বলেন, ‌‘এটি আমাদের সমকালীন নাট্যসাহিত্য। চ্যালেঞ্জ হিসেবে এটিকেই বেছে নিয়েছি। আর থিয়েটার আর্ট ইউনিটের রোকেয়া রফিক বেবী, প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম, ও মণিপুরি থিয়েটারের জ্যোতি সিনহার মতো দেশের প্রথম সারির তিনটি নাট্যদলের এই তিন নন্দিত শিল্পী এবার একসঙ্গে মঞ্চে অভিনয় করবেন। এটা এ নাটরেক অন্যতম প্রধান শক্তি।’