দুই বোনের কণ্ঠে ‘ও মন রমজানের ঐ’

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’—রোজার ঈদকে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই গানটি এবার নতুনভাবে পাওয়া যাবে। আর এটি নতুন করে কণ্ঠে তুলেছেন সংগীতাঙ্গনের নন্দিত দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।
রেকর্ডিংয়ে সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীগানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন তিনি।
জানা যায়, ৩ জুন রাতে টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি গাওয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বললেন, ‘এটা ঈদ উৎসবের একমাত্র গান। চাঁদরাতে যে গানটি আমাদের সবার মুখে মুখে ঘোরে। অনেক আনন্দের একটি গান। সে গানটি নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’
এদিকে গানটির রেকর্ডিংয়ে দুই বোনের মজার অভিজ্ঞতা প্রসঙ্গে ফাহমিদা নবী বললেন, ‘‘সুমা (সামিনা) আর আমি কারণে-অকারণে খুবই হাসতাম। এটা হয়েছিল একসাথে ‘চিকি-চিতা’ গানটি গাইবার সময়। গতকালও একই ঘটনা ঘটলো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটির রেকর্ডিংয়ে। হাসির মধ্যদিয়ে কঠিন কাজটা চমৎকারভাবে করিয়ে নিতে ইবরার টিপু ভুল করেনি।’’
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। ঈদের দিন রাতে এটি প্রচার হবে।