দীপিকার অ্যাপার্টমেন্টে আগুন

দীটিপবলিউড তারকা দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের বাসভবনে আগুন ধরেছে। আজ (১৩ জুন) বিকালে শহরের প্রভাদেবী এলাকার সুউচ্চ এ ভবনে আগুন ধরে।
এখানের একটি ফ্ল্যাটে থাকেন এই তারকা। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দেশটির ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
ভারতের এনডিটিভির তথ্যমতে, এখন পর্যন্ত আহত হওয়ার ঘটনা জানা যায়নি। ভবন থেকে ৯০ জনকে নিরাপদে উদ্ধার করেছেন ফয়ার সার্ভিস কর্মীরা। এই ভবনেই দীপিকার একটি ফ্ল্যাট ও অফিস আছে। তার অফিসের খুব কাছেই আগুন ধরে।

তবে এ সময় দীপিকা সেখানে ছিলেন না।
এক টুইট বার্তায় ৩২ বছর বয়সী এ তারকা লেখেন, ‘সবাইকে ধন্যবাদ, আমি নিরাপদে আছি। ফায়ার সার্ভিসের লড়াকু কর্মকর্তাদের জন্য আশীর্বাদ করুন।’
ভবনটিতে আগুন লাগার কিছুক্ষণ পর থেকেই আপডেট দিচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। এ নিয়ে চলতি মাসেই মুম্বাইয়ে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
সূত্র: এনডিটিভি