অবশেষে ঈদ উৎসবে শাকিবের ‌‘সুপার হিরো’



`সুপার হিরো` ছবির দৃশ্যে শাকিব খান ও শবনম বুবলীঅবশেষে ঈদে আসছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘সুপার হিরো’। ছবিটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের মত পুরোপুরি ইতিবাচক।

আজ (১৪ জুন) সকালে এটি প্রদর্শনের পর সদস্যারা বিনা কর্তনে ছবিটি ছাড়পত্র দেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন।
সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য ও চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ দুপুরে ছবিটি নিয়ে মন্তব্য জমা দিলাম। এটি আনকাট সেন্সর পাবে বলে আশা করি। বাকিটা বোর্ডের প্রশাসনিক কাজ। তারাই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।’
ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট কথাচিত্র, যার কর্ণধার তাপসী ফারুক।

গেল মার্চ মাসে অস্ট্রেলিয়া ‘সুপার হিরো’ ছবির শুটিং হয়। তখন অনুমতি না নিয়ে দেশটিতে শুটিং করায় ‘নিপা এন্টারপ্রাইজ’ নামে এক সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত যায়। এরপর অভিযোগের বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠি দেন।

তারপর কয়েকটি শর্তে তথ্য মন্ত্রণালয় থেকে ‘সুপার হিরো’র ছবিটির জন্য অনুমতি দেওয়া হয়। শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ।