স্বপ্নীল ও যুক্তরাষ্ট্র ব্যাটারি ড্যান্স কোম্পানির ভিডিও

দৃ ড্রিমার’-এর দৃশ্যকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়’ নিয়ে নিরীক্ষামূলক কাজ করেছেন শিল্পী স্বপ্নীল সজীব। আর এতে যুক্ত হয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
গানটি নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন তারা। এর নাম ‘দ্য ড্রিমার’। গতকাল (২০ জুন) গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।

ভিডিওতে স্বপ্নীল সজীবের সঙ্গে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী নৃত্য প্রতিষ্ঠান ব্যাটারি ড্যান্স কোম্পানি।
গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন ইন্দ্রজিৎ দে আর ভিডিওটিতে নৃত্য পরিচালনা করেছেন মার্কিন কোরিওগ্রাফার জোনাথন হোল্ডার।
স্বপ্নীল সজীব বলেন, ‘ব্যাটারি ড্যান্স কোম্পানি ৪০ বছর ধরে নিউইয়র্ক সিটির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে। তারা সৃজনশীল কাজ, নিউইয়র্ক সিটি স্কুলে শিশুদের শিক্ষা দেওয়া, স্থানীয়ভাবে নানা অনুষ্ঠান করে থাকে। আর গানটির মিশ্র ভূপালী রাগে করা। এ দুটি বিষয় গানের অন্যতম শক্তি।’

‘দ্য ড্রিমার’ মিউজিক ভিডিওতে আছেন নৃত্যশিল্পী রবিন কেন্ট্রেল, মিরা কুক, বেথানিয়া মিচেল, শ্যান স্ক্যানটাইলারি, উন্নাথ হাসান রথানরাজু।

স্বপ্নীল সজীব জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে এই নতুন কাজটি করা হয়েছে। গানের সঙ্গে যন্ত্রানুষঙ্গে আছে পিয়ানো, চেলো, গিটার, ড্রামস ও সেতার।