বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হলো দুটি কাহিনিচিত্র

প্রিমিয়ার শো’তে অতিথিরাজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ওপর রচিত সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত হলো সিরিজ কাহিনিচিত্রের ৪র্থ ও ৫ম কিস্তি।
‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘জনক ১৯৭৫’ শিরোনামের এই কাহিনিচিত্র দুটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে ২২ জুন। এদিন বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন কাহিনিচিত্র দুটির রচয়িতা সহিদ রাহমান, পরিচালকদ্বয় রাজিবুল ইসলাম রাজিব ও আজাদ কালামসহ কলাকুশলীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনিচিত্রে দেখানো হয়েছে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের বিপরীতে ১৯৭৫ সালে যতোটা প্রতিবাদ হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তবে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ হয়েছিল। তেমনি একটি প্রতিবাদ হয় নোয়াখালী জেলায়। বঙ্গবন্ধুকে ভালোবেসে তরুণ এক মুক্তিযোদ্ধা বাসর রাতে বউকে ছেড়ে আসেন গ্রামের স্কুল শিক্ষকের ডাকে। কিন্তু তার আর বাসর হয় না। সেনাবাহিনীর নির্যাতনে সংসারের রঙিন স্বপ্ন ভেঙে যায় নববধূর।
এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান।
‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনিচিত্রের কলাকুশলীরাআর  ‘জনক ১৯৭৫’ কাহিনিচিত্রে দেখানো হয়েছে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের আরেকটি প্রতিবাদ গড়ে ওঠে ময়মনসিংহ, নেত্রকোনা সীমান্ত অঞ্চলের আদিবাসী গারো সম্প্রদায়ে। প্রতিবাদের শাস্তিস্বরূপ নিরীহ গারোদের ওপর সেনাবাহিনী অমানবিক নির্যাতন চালায়।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তমালিকা কর্মকার, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মাওলা ও নাফা।