মাশরাফিকে নিয়ে ‘ওয়ান শট’ বিজ্ঞাপনচিত্র

শুটিংয়ের ফাঁকে মাশরাফি বিন মুর্তজাখেলার বাইরে টিভি বিজ্ঞাপনেও নিয়মিত মুখ মাশরাফি বিন মুর্তজা। তবে এবার একটু ভিন্ন আবহে তিনি হাজির হচ্ছেন দর্শকদের সামনে- নতুন বিজ্ঞাপনে।
এবারই প্রথম তাকে নিয়ে নির্মিত হলো ‘ওয়ান শট’ প্রক্রিয়ায় নির্মিত একটি বিজ্ঞাপনচিত্র। দাবি করেছেন নির্মাতা মেহেদী হাসিব। তিনি জানান, ৩০ জুন রাজধানীর কোক স্টুডিওতে তৈরি বিশাল সেটে এটির শুটিং হয়। পণ্যের নাম ডেকো সুপার ডুপার কুকিজ।
এ প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘শুটিংয়ে সব কিছুই সহজ হলো মাশরাফি ভাইয়ের সহোযোগিতার কারণে। শুটিং সেটে একদম সাধারণ মানুষ হয়েই ধরা দিলেন তিনি। আশা করি এক শটে তৈরি এই বিজ্ঞাপনটি নজর কাড়বে সবার।’
নির্মাতা হাসিব আরও জানান, ‘ওয়ান শট’ (কাটাকুটি ছাড়া টানা এক দৃশ্যে ধারণ করা) ফরমেটে সম্ভবত এটিই প্রথম বিজ্ঞাপন হয়েছে বাংলাদেশে। এর ক্রিয়েটিভ হেড হিসেবে ছিলেন পনি আবেদীন এবং সার্বিক তত্ত্বাবধানে ম্যাক্স রহমান।
ডট থ্রি প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির শুটিং শেষে এখন সম্পাদনার টেবিলে। যা শিগগিরই প্রচার হবে দেশের প্রায় সব কটি টিভি চ্যানেলে।