‘ফেসবুক ইনবক্সে কেউ যোগাযোগ করবেন না’

আরিফিন শুভগত ১০ জুলাই হঠাৎ হ্যাক হয় ঢালিউড নায়ক আরিফিন শুভর ফেসবুক প্রোফাইল। এরপর কয়েক ঘণ্টার মধ্যে কোনও রকম গোলযোগ ছাড়াই ফেরত পান সেটি।
তবে এর প্রায় সপ্তাহ খানেক পর (১৭ জুলাই) আবার ফেসবুকে পাওয়া গেল এ নায়ককে। একেবারে নিউইয়র্ক সিটিতে বসে লাইভে এলেন শুভ। জানালেন, ফেসবুক নিয়ে এখনও ভয়ে আছেন। তাই এ মাধ্যমকে আর বিশ্বাস করতে চান না তিনি।
বললেন, ‘আমার কাছের মানুষ, বন্ধু ও ফ্যানরা এখন থেকে ফেসবুক ইনবক্সে আর যোগাযোগ করবেন না। কারণ, এটা বিশ্বাস করার মতো নয়। যারা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন, তারা তা করবেন। এখন থেকে ফেসবুক শুধু হবে আমার কাজের আপডেট জানানোর জায়গা। কোনও ধরনের যোগাযোগের জন্য নয় এটি।’
‘পোড়ামন-টু’-এর অভিনেতা সিয়ামকে নিয়েও কথা বললেন শুভ। ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘এই ছেলেটা (সিয়াম) কিছুদিন হলো সিনেমায় এলো। কিছুটা তো সময় দেবেন আপনারা। তার আগেই আপনারা সমালোচনায় ঝাঁপিয়ে পড়লেন! এ ইন্ডাস্ট্রি বা ভারতেও কোনও তারকা অল্প দিনে নাম করতে পারেননি। এটা শ্রদ্ধেয় নায়করাজ থেকে শুরু করে শাকিব ভাইয়ের বেলাতেও হয়েছে। একটু তো সময় দেবেন।’
এদিক নিউইয়র্ক যাওয়ার আগে শুভ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রথমে যাবো নিউইয়র্ক। তারপর লস অ্যাঞ্জেলেস যাবো। সেখানে বাঙালি কমিউনিটি আয়োজিত শো-তে অংশ নেবো।’
শুভ দেশে ফিরবেন ১৫ আগস্টের পর। এরপর কয়েকটি ছবির সুখবর দেবেন বলে জানালেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত এই অভিনেতা।