নির্মিত হচ্ছে ‘বায়োগ্রাফি অব নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে নির্মিত হচ্ছে ডকুফিল্ম। এর নাম রাখা হয়েছে ‘বায়োগ্রাফি অব নজরুল’।
এটি তৈরির উদ্যোগ নিয়েছেন লেখক ফেরদৌস খান। এতে জাতীয় কবির জীবন-কর্ম তুলে ধরা হবে।
ফেরদৌস খান দুই দশক ধরে গল্প উপন্যাস লেখালেখির পাশাপাশি নজরুল ও অন্যান্য গুণী ব্যক্তিদের বায়োগ্রাফি নিয়ে কাজ করেছেন। ২০০০ ও ২০০১ সালের দিকে তিনি  ছোটদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনী গ্রন্থ লেখেন।
সেই ধারাবাহিকতাতেই এবার তৈরি হচ্ছে ‘বায়োগ্রাফি অব নজরুল’।
ফেরদৌস খান বললেন, ‘ইতোমধ্যে শুটিংয়ের স্থানগুলো চূড়ান্ত করার কাজ শুরু করেছি। আমি নিজে সম্প্রতি কলকাতা, আসানসোল, চুরুলিয়াসহ বেশকিছু নজরুল তীর্থস্থান ঘুরে এসেছি।’
এই ডকুফিল্মে নজরুলের বাংলাদেশে অবস্থান- বিশেষ করে ত্রিশাল, কুমিল্লা ও ঢাকার বিষয়ে সুস্পষ্ট বর্ণনা থাকবে বলে জানান ফেরদৌস।
প্রায় ৯০ মিনিটের এই ডকুফিল্ম ইংরেজি ও বাংলা দুই সংস্করণেই তৈরি হচ্ছে।