একইসঙ্গে নির্মাণ ও অভিনয়ে

শুটিংয়ের ফাঁকে খন্দকার ইসমাইল ও ঊর্মিলা শ্রাবন্তী করউপস্থাপক হিসেবেই পরিচিত খন্দকার ইসমাইল। তবে মাঝে মধ্যে অভিনয়ও করেন।
প্রায় ২০ বছর পর গত মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামে একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন তিনি।
এবার অভিনয় করলেন একটি টেলিছবিতে। এর নাম ‘সেই চোখ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নতুন খবর হলো, অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন খন্দকার ইসমাইল।
এতে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু।
অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বললেন, ‘আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলিছবিতে কাজে লাগিয়েছি। গতানুগতিক কোনও গল্পর ছবি এটি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।’
তিনি জানান, সদ্য নির্মিত এ টেলিছবিটি শিগগিরই প্রচার হবে বেসরকারি একটি টিভি চ্যানেলে।
খন্দকার ইসমাইল বর্তমানে এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’, ‘ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।
প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. ইনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত’ নাটকে প্রথম অভিনয় করেন।
পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু’, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়।